‘জোট করলেও নিজ দলের মার্কা নিয়ে নির্বাচন করবে গণঅধিকার পরিষদ’

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জোট করলেও গণঅধিকার পরিষদ নিজ দলের মার্কা নিয়ে নির্বাচন করবে বলে জানিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নূর।

আজ মঙ্গলবার (৪ নভেম্বর) এক ফেসবুক স্ট্যাটাসে এমনটাই জানিয়েছেন তিনি।

এতে বলা হয়, গণঅধিকার পরিষদ নির্বাচনি জোটের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে, স্থিতিশীল রাজনীতি ও বৃহত্তর জাতীয় স্বার্থে আগামীতে নির্বাচনি জোট করলেও গণঅধিকার পরিষদ -এর প্রার্থীরা নিজ দলের মার্কা ‘ট্রাক’ নিয়ে নির্বাচন করবেন।

উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা ঘোষণা করে বিএনপি। তবে এতে ৬৩টি আসন ফাঁকা রেখেছে দলটি। এর মধ্যে রয়েছে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের আসনটি।

You might also like

Comments are closed.