জোটের প্রার্থীদের দলীয় প্রতীক— আপত্তি জানিয়ে ইসিকে চিঠি বিএনপির

নির্বাচনের সময় জোট করলেও প্রার্থীদের ভোট করতে হবে নিজ দলের প্রতীকে— নির্বাচন কমিশনের (ইসি) এমন সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে বিএনপি। পাশাপাশি এই ইস্যুতে ইসিকে চিঠিও দিয়েছে দলটি।

রোববার (২৬ অক্টোবর) বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহামদ ইসমাইল জবিউল্লাহসহ ২ সদস্যেরর প্রতিনিধি ইসিতে এ চিঠি নিয়ে যান।

মূলত, আরপিও সংশোধনীর সময় ইসির এমন প্রস্তাবের বিরোধীতা করেছিল বিএনপি। সেসময় দলটিকে আশ্বস্ত করা হয়েছিল যে, সরকারের পক্ষ থেকে এ ধরণের কোন সিদ্ধান্ত নেবে না কমিশন।

তবে, আইন সংশোধনে এর কোন প্রতিফলন নেই বলে জানিয়েছে বিএনপি। রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত ছাড়াই জোটবদ্ধ হয়ে নির্বাচন করলেও দলীয় প্রতীকে ভোট করতে হবে, এমন সিদ্ধান্ত অনভিপ্রেত বলেই মন্তব্য করেছে দলটি।

You might also like

Comments are closed.