জেলেনস্কিকে স্বৈরশাসক বললেন ট্রাম্প, দিলেন যুদ্ধ বন্ধের তাগিদ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে স্বৈরাশাসক হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে রাশিয়া ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে আলোচনা শুরুর মধ্যেই ট্রাম্পের এমন মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন ইউরোপীয় নেতারা।

বৃহস্পতিবার(২০ ফেব্রুয়ারি) সকালে এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট তার ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন, ‘স্বৈরশাসক জেলেনস্কির দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত, নয়তো তার দেশের আর কিছু অবশিষ্ট থাকবে না।’

ইউক্রেনীয় নেতা জেলেনস্কির পাঁচ বছরের মেয়াদ গত বছর শেষ হয়ে গেছে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট একথা বলেন।

সৌদি আরবে মার্কিন-রাশিয়া আলোচনার প্রতিক্রিয়ায় জেলেনস্কি বলেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট মস্কোর ধোঁকাবাজির ফাঁদে পড়েছেন, যা নিয়ে ক্ষুব্ধ হন ট্রাম্প। এছাড়াও তিনি ট্রাম্পের দেওয়া ৫০০ বিলিয়ন ডলার মূল্যের খনিজ সম্পদ মালিকানার প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন। এরপরই দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে।

এর আগে গত মঙ্গলবার জেলেনস্কির সমালোচনা করেন ট্রাম্প। রাশিয়া-ইউক্রেন সংঘাত সম্পর্কে ক্রেমলিনের বেশ কয়েকটি বক্তব্যের পুনরাবৃত্তি করে যুদ্ধ বন্ধের আহবান জানিয়েছেন তিনি।

জেলেনস্কিকে স্বৈরাচার বলার ফ্লোরিডায় সৌদি-সমর্থিত বিনিয়োগ সভায় বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্প বলেন, জেলেনস্কি একটা জিনিসই ভালো পারেন, সেটা হলে জো বাইডেনের সুরে সুর মেলাতে।’

এর কয়েক ঘণ্টা পরে তার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোস্যালে জেলেনস্কির সমালোচনা করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ”জেলেনস্কি নির্বাচন হতে দিচ্ছেন না। ইউক্রেনের সমীক্ষায় তার জনপ্রিয়তা কম। যখন দেশের প্রতিটি শহর ধ্বংস হচ্ছে, তখন কী করে তা বেশি থাকতে পারে?”

এদিকে জেলেনস্কিকে ‘একনায়ক’ বা স্বৈরাচার বলায় জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজসহ ইউরোপীয় ক্ষোভ প্রকাশ করেছেন। জার্মান চ্যান্সেলর বলেছেন, প্রেসিডেন্ট জেলেনস্কির গণতান্ত্রিক বৈধতা অস্বীকার করা ভুল এবং বিপজ্জনক।

ইউক্রেনের রাষ্ট্রপতির সঙ্গে ফোনে কথা বলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার স্পষ্ট করে বলেছেন যে তিনি জেলেনস্কিকে সমর্থন করেছেন।

ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেছেন, স্যার কেয়ার ইউক্রেনের গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেতা হিসেবে রাষ্ট্রপতি জেলেনস্কির প্রতি তার সমর্থন প্রকাশ করেছেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্যের মতো যুদ্ধকালীন সময়ে ইউক্রেনের নির্বাচন স্থগিত করা সম্পূর্ণ যুক্তিসঙ্গত ছিল বলেও মন্তব্য করেন মুখপাত্র।

জেলেনস্কির পাঁচ বছরের মেয়াদ ২০২৪ সালের মে মাসে শেষ হওয়ার কথা ছিল। তবে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করার পর থেকে ইউক্রেন সামরিক আইনের অধীনে রয়েছে এবং নির্বাচন স্থগিত রয়েছে।

সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনও ট্রাম্পের “স্বৈরশাসক” শব্দটি ব্যবহারের সমালোচনা করেছেন, অন্যদিকে জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক এই মন্তব্যকে “অযৌক্তিক” বলে অভিহিত করেছেন।

এই পরিস্থিতিতে ইউক্রেন ও রাশিয়া নিয়ে মার্কিন দূত কিথ কেলগ বৃহস্পতিবার কিয়েভে গিয়ে জেলেনস্কির সঙ্গে দখা করবেন। বুধবার তিনি ইউক্রেনের

You might also like

Leave A Reply

Your email address will not be published.