জেন-জি’দের বিক্ষোভে এখনো উত্তাল পেরু

জেন-জি’দের বিক্ষোভে এখনো উত্তাল লাতিন আমেরিকার দেশ পেরু। শনিবার (৪ অক্টোবর) রাজধানী লিমার গুরুত্বপূর্ণ সড়কে মিছিল-সমাবেশ করে জেন-জি বিক্ষোভকারীরা।

তারুণ্যের আহ্বানে সাড়া দিয়ে, রাজপথে জড়ো হয় নানাবয়সী শত শত মানুষ। এসময় পার্লামেন্টের সামনে পোস্টার-ব্যানার নিয়ে স্লোগান দেন বিক্ষোভকারীরা।

প্রেসিডেন্টের পতনের দাবিতে কয়েক সপ্তাহ ধরেই অস্থিতিশীল দেশটির পরিস্থিতি। তার বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি, সহিংসতাসহ বহু অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ তোলা হয়েছে।

আন্দোলনে বেশ কয়েকবার পুলিশের সাথে বিক্ষোভকারীদের হয় ব্যাপক সংঘর্ষ। বিক্ষোভকারীদের দাবি, প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের পতন না হওয়া পর্যন্ত চলবে বিক্ষোভ-সমাবেশ।

You might also like

Comments are closed.