জুলাই স্মৃতি ফাউন্ডেশনে নেতৃত্বে রদবদল

সিইও পদ ছাড়লেন মীর স্নিগ্ধ

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে পদত্যাগ করেছেন সংগঠনের অন্যতম উদ্যোক্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। নতুন সিইও হিসেবে দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট কর্নেল (অ.) কামাল আকবর।

বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের চতুর্থ বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে একথা বলেন স্নিগ্ধ।

স্নিগ্ধ বলেন, ‘আমি এই ফাউন্ডেশনের শুরুর সঙ্গে যুক্ত ছিলাম, থাকব ভবিষ্যতেও। তবে এখন থেকে আমি পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে কাজ করে যাব।’

আনুষ্ঠানিকভাবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠনের কথা জানানো হয় ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর। সে সময় স্নিগ্ধকে এই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক করা হয়েছিল। পরে ২১ অক্টোবর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক করা হয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলমকে। সে সময় স্নিগ্ধকে এই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়।

You might also like

Comments are closed.