জুলাই সনদ: রাষ্ট্রপতির অধ্যাদেশ ছাড়া আদেশ জারির কোনও সুযোগ নেই

সালাহউদ্দিন আহমদের মন্তব্য

স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে কোন কোনও দল অযৌক্তিক ও নতুন নতুন ইস্যু তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বলেছেন, সনদ বাস্তবায়নে রাষ্ট্রপতির অধ্যাদেশ ছাড়া আদেশ জারির কোনও সুযোগ নেই। আর সরকার আদেশ জারি করলে তা আইন হবে না।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সরকারের উপদেষ্টাদের মধ্যে কারও কারও বক্তব্য বিভ্রান্তিকর এবং ঐকমত্য কমিশনে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য করার সামিল।

সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে বলা হয়, জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়ের বাইরে সরকার কোনও সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনও দলের তা মানার বাধ্যবাধকতা থাকবে না। এজন্য সরকার দায়ী থাকবে।

এদিকে, নির্বাচনে যারা অংশ নিতে পারছে না, তারা নানাভাবে অশান্তি সৃষ্টি করছে বলে মন্তব্য করেন দলটির নেতারা।

You might also like

Comments are closed.