জুলাই রেবেলস সদস্যের ওপর হামলার ঘটনায় দুই হামলাকারী গ্রেপ্তার
রাজধানীর উত্তরায় জুলাই রেবেলস সংগঠনের সদস্য মোহাম্মদ রেজওয়ানের ওপর হামলার ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. মাসুম এবং ফাহিম খান। উত্তরা পূর্ব থানা পুলিশ রোববার (১৪ ডিসেম্বর) ভোরে রাজধানীর দক্ষিণখান এলাকায় অভিযান পরিচালনা করে এই দুইজনকে গ্রেপ্তার করে।
উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উত্তরা ৬ নম্বর সেক্টর এলাকায় দুর্বৃত্তরা জুলাই রেবেলস সংগঠনের সদস্য মোহাম্মদ রেজওয়ানের ওপর হামলা চালায়। এতে তিনি আহত হলে দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতাল নেয়া হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়।
হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশ রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এই প্রেক্ষিতে রোববার (১৪ ডিসেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৫টার সময় রাজধানীর দক্ষিণখান এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় বর্ণিত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে উত্তরা পূর্ব থানা পুলিশ।
মামলার সুষ্ঠু তদন্ত এবং এজাহারনামীয় অন্যান্য আসামীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Comments are closed, but trackbacks and pingbacks are open.