জুলাই মাসে চীনে শীর্ষ সম্মেলন করবে ইউরোপীয় ইউনিয়ন

কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী জুলাই মাসে চীনে শীর্ষ সম্মেলনে মিলিত হবেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। শুক্রবার (১১ এপ্রিল) ইউরোপীয় কাউন্সিলের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। ব্রাসেলস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের এবং উচ্চহারে শুল্ক আরোপের আগে, জানুয়ারিতে ইউরোপীয় ইউনিয়ন একটি শীর্ষ সম্মেলনের পরিকল্পনা ঘোষণা করেছিল।

কাউন্সিলের ওই মুখপাত্র বলেন, সম্মেলনের তারিখ নির্ধারণের জন্য আমরা চীনের সঙ্গে সমন্বয় করছি। আশা করা হচ্ছে, এটি জুলাইয়ের দ্বিতীয়ার্ধে চীনে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের উচ্চ হারে শুল্ক আরোপের পদক্ষেপকে ‘একতরফা উৎপীড়ন’ হিসেবে আখ্যায়িত করেন। এই শুল্ক ব্যবস্থা প্রতিরোধে তিনি ইউরোপীয় ইউনিয়নকে বেইজিংয়ের সঙ্গে হাত মেলানোর আহ্বান জানান।

You might also like

Leave A Reply

Your email address will not be published.