জুলাইয়ে আন্দোলন দমাতে হেলিকপ্টার থেকে গুলির প্রমাণ পেয়েছে আইসিটি

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে তা দমাতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা (আইসিটি)। র‌্যাবের সে সময়কার মহাপরিচালক হারুন অর রশীদ গুলি ছোড়ার নির্দেশ দেন। সেই হত্যা মামলায় তাকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।

রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের এসব কথা জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

চিফ প্রসিকিউটর জানান, জুলাই গণহত্যায় এখন পর্যন্ত ৯৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হযেছে। এরমধ্যে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগ নেতা ও পুলিশ কর্মকর্তার সংখ্যা বেশি।

এদিন আন্দোলন চলাকালে আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোর মামলায় দুই সাবেক পুলিশ সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা হলেন, এস আই আবদুল মালেক ও কনস্টেবল মুকুল চোকদার। গুলি করে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।


সাংবাদিকদের ব্রিফ করেন তাজুল ইসলাম। ছবি: সংগৃহীত

গত বছরের জুলাইয়ের শুরু থেকে সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে আন্দোলনে নামে ছাত্ররা। তাদের আন্দোলন রাজপথে গড়ালে তা দমাতে শুরু থেকেই আওয়ামী লীগ সরকারের লেলিয়ে দেওয়া পুলিশ-র‌্যাবসহ বিভিন্ন বাহিনী বেপরোয়া ছিল। সেই সময় আন্দোলন দমাতে র‌্যাবের হেলিকপ্টারে রাজধানীর কয়েকটি এলাকায় গুলি চালানোর অভিযোগ ওঠে। যদিও শুরু থেকেই র‌্যাবের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে আসা হয়েছে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.