‘জুয়ার রাজধানী’তে বিশ্বের প্রথম রিসোর্ট হাসপাতাল!

বিশ্বের সবচেয়ে বড় জুয়া কেন্দ্র হিসেবে পরিচিত ম্যাকাও এবার নতুন পরিচয়ে হাজির। এবার তারা সবার সামনে আসতে চাইছে স্বাস্থ্য পর্যটনের গন্তব্য হিসেবে। সোমবার (৭ অক্টোবর) এখানে চালু হয়েছে বিশ্বের প্রথম ‘রিসোর্ট হাসপাতাল’ যেখানে বিলাসবহুল পরিবেশে মিলবে স্বাস্থ্য পরীক্ষা, আধুনিক স্ক্যান ও কসমেটিক সার্জারির মতো সেবা। খবর বিবিসি’র।

হাসপাতালটি গড়ে উঠেছে স্টুডিও সিটি রিসোর্টে, যা হংকংভিত্তিক মেলকো রিসোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট–এর মালিকানাধীন। হলিউড থিমে নির্মিত এই ক্যাসিনো ও বিনোদনকেন্দ্রেই এখন যুক্ত হলো আধুনিক চিকিৎসা সুবিধা।

মেলকোর প্রধান নির্বাহী লরেন্স হো জানান, এই উদ্যোগের লক্ষ্য ম্যাকাওকে আন্তর্জাতিক চিকিৎসা পর্যটনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা। একইসঙ্গে স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি ও স্বাস্থ্য ও বিনোদনকে এক ছাতার নিচে আনা।

 

রিসোর্ট হাসপাতালটি পরিচালনা করছে হংকংয়ের বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান আইর‍্যাড হাসপাতাল, যারা উন্নত এমআরআই স্ক্যান সেবায় বিশেষজ্ঞ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ প্রকল্পে ‘স্বাস্থ্য ও বিলাস’ একসঙ্গে উপভোগের সুযোগ তৈরি হবে। এতে পর্যটকদের অবস্থান সময় ও ব্যয়—দুটিই বাড়বে।

 

আইর‍্যাডের চেয়ারম্যান ডেনিস ট্যাম বলেন, প্রতিবছর প্রায় ৪ কোটি পর্যটক ম্যাকাওয়ে আসেন। তাই এখানে চিকিৎসা পর্যটনের ব্যাপক সম্ভাবনা রয়েছে।

 

লরেন্স হো বলেন, এই হাসপাতাল প্রকল্পটি ম্যাকাও সরকারের অর্থনৈতিক বৈচিত্র্য পরিকল্পনার অংশ। ২০০০ সালের পর থেকে ম্যাকাও দ্রুত বিশ্বের জুয়া রাজধানীতে পরিণত হয়। মূল ভূখণ্ড চীন, হংকং ও এশিয়ার নানা দেশ থেকে ভ্রমণকারীরা এখানে আসেন।

 

তবে জুয়াকেন্দ্রিক অর্থনীতির বাইরে নতুন খাত গড়ে তুলতে ম্যাকাও প্রশাসন এখন কাজ করছে। তারা স্বাস্থ্য, প্রযুক্তি ও আন্তর্জাতিক ইভেন্ট সেক্টরে বিনিয়োগ বাড়াচ্ছে।

 

বিশ্বজুড়ে মেডিকেল ট্যুরিজম শিল্প এখন বহু বিলিয়ন ডলারের বাজার। বিশেষজ্ঞদের মতে, আগামী এক দশকে এ খাত আরও দ্রুত বৃদ্ধি পাবে। এশিয়ার দেশগুলোর মধ্যে দক্ষিণ কোরিয়া কসমেটিক সার্জারিতে, সিঙ্গাপুর উন্নত চিকিৎসায়, ভারত সাশ্রয়ী মূল্যের চিকিৎসা ব্যবস্থায় এবং তুরস্ক ট্রান্সপ্লান্ট ও ডেন্টাল চিকিৎসায় বিশ্বখ্যাত।

বিশ্লেষকরা মনে করছেন, ম্যাকাওয়ের এই নতুন উদ্যোগ তাই শুধু স্বাস্থ্যসেবা নয়—অর্থনৈতিক রূপান্তরেরও এক বড় পদক্ষেপ।

You might also like

Comments are closed.