জুনের সেরা দ.আফ্রিকার টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের নায়ক মারক্রাম

অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে মুখ্য ভূমিকা পালন করেছিলেন এইডেন মারক্রাম। ২৭ বছরে প্রোটিয়াদের আইসিসির প্রথম ট্রফি জিততে অবদান রাখেন তিনি। এর স্বীকৃতি হিসেবে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থের পুরস্কার পেয়েছেন তিনি। জুন মাসের সেরার সংক্ষিপ্ত তালিকায় আরও ছিলেন শ্রীলঙ্কান পাথুম নিসাঙ্কা ও মারক্রামের স্বদেশি কাগিসো রাবাদা।

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ব্যাট-বল দুই বিভাগেই গুরুত্বপূর্ণ অবদান ছিল মারক্রামের। খণ্ডকালীন অফস্পিনে স্টিভেন স্মিথকে আউট করে গুরুত্বপূর্ণ জুটি ভেঙেছেন। তার পর ঝুলিতে তুলেছেন জশ হ্যাজলউডের উইকেট। মূলত দ্বিতীয় ইনিংসে ২৮২ রান তাড়া করতে নেমে ১৩৬ রানের অনবদ্য ইনিংস উপহার দেন মারক্রাম। তার ব্যাটে ভর করেই লর্ডসে ৫ উইকেটের জয় পায় প্রোটিয়ারা।

জুন মাসের সেরা হয়ে নিজের প্রতিক্রিয়ায় মারক্রাম বলেছেন, এই পুরস্কার পাওয়া একটি গর্বের বিষয়। আমাদের দল এবং দক্ষিণ আফ্রিকার জন্য আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ে অবদান রাখা আমার কাছে অনেক মূল্যবান।

টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়কে দক্ষিণ আফ্রিকার জন্য ঐতিহাসিক মুহূর্ত উল্লেখ করে মারক্রাম আরও বলেছেন, লর্ডসে ফাইনাল জয় দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। এটা আমরা সবাই আজীবন মনে রাখব। এই জয় পুরো দলের সম্মিলিত প্রচেষ্টাতে সম্ভব হয়েছে, যেখানে কেজি (কাগিসো রাবাদা) এবং টেম্বসের (টেম্বা বাভুমা) গুরুত্বপূর্ণ অবদান ছিল।

You might also like

Comments are closed.