জীবন ফিরে পেলাম: সৌরভ গাঙ্গুলি

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি বাড়ি ফিরেছেন। নিজের ইচ্ছায় একদিন হাসপাতালে বেশি থাকা সৌরভ বাড়ি ফেরার পথে সাংবাদিকদের বললেন, ‘আমি ভালো আছি। জীবন ফিরে পেলাম। সবাইকে ধন্যবাদ।’

সৌরভ ছাড়পত্র পাচ্ছেন জেনে ভক্তরা হাসপাতালের সামনে ভিড় জমায়। এছাড়া তার নিজ বাড়ির সামনেও তৈরি হয় জনসমাগম। তাদেরকে ধন্যবাদ জানান পশ্চিবমঙ্গের মহারাজ খ্যাত সৌরভ গাঙ্গুলি। এছাড়া হাসপাতাল ছাড়ার সময় সৌরভ ধন্যবাদ জানান চিকিৎসক ও নার্সদের। খবর: আনন্দবাজার

বিসিসিআই প্রেসিডেন্ট বলেন, ‘চিকিৎসক, নার্স থেকে হাসপাতাল কর্মী এবং গুণমুগ্ধদের ধন্যবাদ।’ হাসপাতাল ছাড়ার সময় অবশ্য এর বেশি কিছু বলেননি ভারতীয় ক্রিকেটের দাদা। সাংবাদিকরা তাকে প্রশ্ন করলেও তিনি কোন উত্তর দেননি।

সৌরভ গাঙ্গুলি বাড়ি ফেরার পর উডল্যান্ডস হাসপাতালের সিইও রূপালি বসু বলেন, ‘সৌরভ সুস্থ হয়ে ওঠায় আমরা ভীষণ খুশি।’ ক্রীড়া এই প্রসাশকের শারীরিক অবস্থা নিয়ে রূপালি জানান, তার বাকি যে দুটো ব্লকেজ রয়েছে তা গুরুতর নয়। যেকোন সময় চিকিৎসা করিয়ে নিলেই হবে।’

সৌরভ গাঙ্গুলিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিলেও তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন। তাকে অন্তত দুই সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে। মেনে চলতে বলা হয়েছে নিয়ম-কানুন। এই সময়ের মধ্যে তার নানান শারীরিক পরীক্ষা চালিয়ে যাবেন চিকিৎসকরা।

You might also like

Leave A Reply

Your email address will not be published.