জীবন নরক হয়ে উঠতে পারে: শেহনাজ গিল

ভারতীয় অভিনেত্রী শেহনাজ গিলের নাকি বিয়ের প্রতি এক অদ্ভুত অনীহা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি মন থেকে বিয়ে করতে না চাওয়ার কারণ জানিয়েছেন। তার মতে, বিয়ে সঠিক না হলে নারীর জীবন ‘নরক’ হয়ে উঠতে পারে।
বর্তমানে বিয়ের কোনো পরিকল্পনা নেই অভিনেত্রী শেহনাজের। যদিও ভবিষ্যতে কী হবে, সে বিষয়ে এখনই কিছু বলা কঠিন বলেও মন্তব্য করেন তিনি। ‘বিগ বস ১৩’-এর অন্যতম জনপ্রিয় মুখ শেহনাজ।
প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে তার সম্পর্ক ছিল একসময় বিনোদন জগতের অন্যতম আলোচিত বিষয়। সিদ্ধার্থের অকালমৃত্যুর পর অনেকে এখনও মনে করেন, সেই শোকের কারণেই হয়তো নতুন কোনো সম্পর্কে জড়াতে চাইছেন না এই অভিনেত্রী।
এমনকি বিয়ে নিয়ে তার মনে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে বলেও ধারণা ভক্তদের। শেহনাজের কথায়, ‘ব্যক্তিগত জীবনেও সিনেমার মতোই ঘটনা। বাবা-মায়ের বাড়ি ছেড়ে যাওয়ার পরে তুমি তোমার গোটা জীবন একটা ছেলের জন্য উৎসর্গ করছো।’
তিনি বলেন, ‘তুমি তার জন্য সবকিছু করছো। এটা খুব বড় সিদ্ধান্ত। তবে বিয়ে ঠিকঠাক না হলে খুব বড় প্রভাব পরে একজন নারীর জীবনে। নরক হয়ে উঠতে পারে।’
You might also like

Comments are closed.