জি এম কাদেরের সাথে অষ্ট্রেলিয়ার হাইকমিশনারের আলোচনা

জাতীয় পার্টি চেয়ারম্যান এবং সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত অষ্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারদিয়া সিম্পসন। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জাতীয় পার্টি চেয়ারম্যান এর উত্তরার বাসভবনে উক্ত সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটি জানিয়েছেঃ বৈঠকে বন্ধুপ্রতিম দুটি দেশের পারস্পরিক সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশে নিযুক্ত অষ্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নারদিয়া সিম্পসন এসময় বাংলাদেশের মানুষের আতিথেয়তা ও বন্ধুভাবাপন্ন মনোভাবের ভূয়সী প্রশংসা করেছেন। জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আশা প্রকাশ করে বলেন, অষ্ট্রেলিয়া ও বাংলাদেশের বিশ্বস্ত বন্ধুত্ব আরো জোড়ালো হবে।

বৈঠকে জাতীয় পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির আহবায়ক শেরীফা কাদের এমপি ও জাতীয় পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা ও বিশেষদূত মাসরুর মওলা উপস্থিত ছিলেন।

You might also like

Comments are closed.