জিএস প্রার্থী বাকের মজুমদারকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন মাহিন সরকার
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন জানিয়ে ভোটের মাঠ থেকে সরে দাঁড়ালেন সমন্বিত শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী মাহিন সরকার।
আরও পড়ুন
আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
মাহিন সরকার বলেন, আমি আমার সমর্থন আবু বাকের মজুমদারের প্রতি ব্যক্ত করছি। সে বিজয়ী হলে এটি মাহিন সরকারের বিজয় হিসেবেই ধরা হবে, ইনশাআল্লাহ। আমরা মনে করি গণঅভ্যুত্থানের পর ছাত্র রাজনীতিতে যে কাঠামোগত সংস্কার আমরা চাই, সেই জন্য আসন্ন ডাকসু নির্বাচন অত্যন্ত প্রয়োজন।
তিনি আরও বলেন, যারা আমাকে সমর্থন করেন, যেহেতু প্রার্থিতা বাতিল করার সুযোগ নেই, তাই লিস্টে আমার নাম থাকবে। কিন্তু আপনারা আবু বাকেরকে নির্বাচিত করুন। আমার সমর্থন আবু বাকের মজুমদারের প্রতি ব্যক্ত করছি।
প্রসঙ্গত, ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ‘ডিইউ ফার্স্ট’ প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী হয়েছেন মাহিন সরকার। অন্যদিকে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে মো. আবু বাকের মজুমদার।

Comments are closed.