জামিন পেলেন নুসরাত ফারিয়া

রাজধানীর ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। মঙ্গলবার (২০ মে) ঢাকার সিএমএম আদালত তাকে জামিন দেয়। গ্রেপ্তারের ২ দিনের মাথায়ই জামিন পেলেন তিনি।

মঙ্গলবার আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান আসামি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তার জামিন মঞ্জুর করেন।

গতকাল সোমবার ঢাকাই সিনেমার এই অভিনেত্রীকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এই অভিনেত্রীকে গ্রেপ্তারের পরই এ নিয়ে সমালোচনা চলে বিনোদন জগতসহ নানা মহলে। পুরো বিনোদন জগতের সবাই এতে উদ্বেগ প্রকাশ করেন। অভিনেতা সিয়াম আহমেদ তো বলেই বসেন ফারিয়ার সঙ্গে যা হচ্ছে, তা স্রেফ প্রহসন। অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীও গ্রেফতার নিয়ে কথা বলেন। তাকে গ্রেপ্তারের সমালোচনা করেন হাসনাত আব্দুল্লাহও।

এর আগে, রোববার (১৮ মে) সকালে থাইল্যান্ড যেতে শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। পরে তাকে তুলে দেয়া হয় ভাটারা থানা পুলিশের কাছে। এরপর একই দিন বিকালে ফারিয়াকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হয় মিন্টো রোডের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে।

এই অভিনেত্রীর বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। ফারিয়া ছাড়াও হত্যাচেষ্টা মামলায় আসামি করা হয়েছে অপু বিশ্বাস, আশনা হাবিব ভাবনা ও অভিনেতা জায়েদ খানসহ ১৭ জনকে।

You might also like

Comments are closed.