জামিন পেলেন অভিনেত্রী মেঘনা আলম
রাজধানীর ধানমন্ডি থানায় প্রতারণা ও চাঁদাবাজির মামলায় জামিন পেয়েছেন মডেল ও অভিনেত্রী মেঘনা আলম। সোমবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহর আদালত এ আদেশ দেশ। মেঘনার পক্ষে আইনজীবী মহসিন রেজা, মহিমা বাঁধন ও ব্যারিস্টার সাদমান সাকিব শুনানিতে অংশ নেন। আদালত নারী হওয়াকে বিবেচনায় নিয়ে তার জামিন মঞ্জুর করেন। গত ১৭ এপ্রিল মামলাটির প্রথম শুনানিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালত তাকে গ্রেফতার দেখায়।
মামলার অভিযোগ অনুযায়ী, মেঘনা আলম ও দেওয়ান সমিরের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র বিদেশি কূটনীতিক ও ধনী ব্যবসায়ীদের প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইলের মাধ্যমে টাকা আদায় করত। এ চক্র সুন্দরী নারীদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়ে টার্গেট ব্যক্তিদের কাছে পৌঁছাতো। দেওয়ান সমির কাওয়াই সানজানা ইন্টারন্যাশনাল (ম্যানপাওয়ার ফার্ম) ও মিরআই ইন্টারন্যাশনাল ইভেন্ট ম্যানেজমেন্টের মালিক। তার প্রতিষ্ঠানগুলোকে লাভজনক করতে তিনি এই অবৈধ কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ।
গত ১০ এপ্রিল বিশেষ ক্ষমতা আইনে মেঘনাকে ৩০ দিনের রিমান্ডে কারাগারে পাঠানো হয়। অন্যদিকে, দেওয়ান সমিরকে ১২ এপ্রিল ভাটারা থানায় একটি প্রতারণা মামলায় ৫ দিনের রিমান্ড দেওয়া হয়। পরবর্তীতে ধানমন্ডি থানার মামলায় ১৭ এপ্রিল তার আরও ৫ দিন ও ২২ এপ্রিল ৪ দিনের রিমান্ড মঞ্জুর হয়। রিমান্ড শেষে ২৭ এপ্রিল তাকে কারাগারে প্রেরণ করা হয়।

Comments are closed.