জামালপুরে ট্রাকে ট্রেনের ধাক্কায় আহত ৪

জামালপুরে একটি লেভেল ক্রসিংয়ে একটি ট্রাককে ট্রেন ধাক্কা দিলে অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (৮ জানুয়ারি) ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে টাঙ্গাইলের ভূঞাপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া নাসিরাবাদ এক্সপ্রেস একটি সারবোঝাই ট্রাককে ধাক্কা দেয়। সরিষাবাড়ী উপজেলার তালুকদারবাড়ি মোড় রেলক্রসিংয়ে ঘটে এই দুর্ঘটনা। দুর্ঘটনার পর ছয় ঘণ্টার জন্য এই রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, গেটম্যান অনুপস্থিত থাকায় লেভেল ক্রসিংয়ের বার নামানো হয়নি। যে কারণে রেললাইনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

জামালপুর রেলওয়ে স্টেশন মাস্টার দেওয়ান হারুন জানান, দুর্ঘটনায় ট্রাকটি উল্টে গেলে ট্রেন ও ট্রাকের চালকসহ চারজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভূঁইয়াপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে বলে জানান তিনি।

আহতদের মধ্যে আছেন ট্রেনচালক শামসুল হক (৫৮) ও তারাকান্দি গ্রামের ট্রাকচালক হেলাল মিয়া (৩৫)। বাকি দুই আহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ট্রেনের কোনো যাত্রী আহত হননি বলে জানা গেছে।

এই দুর্ঘটনার ফলে সকাল এগারোটা পর্যন্ত সরিষাবাড়ী লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল বলে জানিয়েছেন জামালপুর রেলওয়ে স্টেশন মাস্টার দেওয়ান হারুন ।

দুর্ঘটনার পর দায়িত্বে অবহেলার দায়ে লেভেল ক্রসিংয়ের গেটম্যান চাঁন মিয়াকে আটক করেছে সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ।

You might also like

Leave A Reply

Your email address will not be published.