জাপানের টোকিও অক্ষম হলে অলিম্পিক আয়োজনে ইচ্ছুক যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা

টোকিও সক্ষম না হলে অলিম্পিক আয়োজন করতে চায় ফ্লোরিডা।
করোনার কারণে এক বছর পিছিয়ে অলিম্পিক গেমস এখন আয়োজন হবে ২০২১ সালে। কিন্তু করোনা এখনও বিরাজমান। বরং, গত বছরের তুলনায় ক্ষেত্রবিশেষে কিছুটা শক্তিশালী। এমন পরিস্থিতিতে আগামী জুলাই-আগস্টে অলিম্পিক গেমস আয়োজন করতে পারবে কি না টোকিও, সেটাই এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে (আইওসি) একটা স্বস্তিদায়ক চিন্তা এনে হাজির করেছেন যুক্তরাষ্ট্রের শহর ফ্লোরিডার চিফ ফাইনান্সিয়াল অফিসার জিমি প্যাট্রনিস। আইওসির কাছে একটি চিঠি পাঠিয়েছেন তিনি। সেখানে প্যাট্রনিস লিখেছেন, ‘টোকিও অলিম্পিক আয়োজন করতে অক্ষম হলে, আমরা আয়োজন করতে চাই।’

সম্প্রতি এক জরিপে দেখা গেছে ৮০ ভাগ জাপানিই এখন আর অলিম্পিক গেমস তাদের দেশে অনুষ্ঠিত হোক, তা চায় না। কারণ, জাপানে নতুন করে করোনার প্রকোপ মারাত্মক আকারে দেখা দিয়েছে। যে কারণে দেশটির প্রধানমন্ত্রী ইয়োসিহিদে সুগা জরুরি অবস্থা জারি করেন।

যদিও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির এক মুখপাত্র আন্তর্জাতিক মিডিয়াকে বলেছেন, ‘যেভাবেই হোক আমরা পুরোপুরি প্রস্তুত আছি এবং আমার বিশ্বাস আয়োজক শহর টোকিও’ও প্রস্তুত। আমাদের আয়োজক পার্টনার জাপানের সঙ্গে আমরা এ নিয়ে পুরোপুরি মনযোগী এবং সর্বশক্তি ব্যায় করে চেষ্টা করছি, সময় মত অলিম্পিক আয়োজন করার।’

ফ্লোরিডার প্রধান অর্থনৈতিক কর্মকর্তা প্যাট্রনিস যে চিঠি দিয়েছেন, সেখানে তিনি কারণ ব্যাখ্যা করেছেন। প্যাট্রনিস লিখেছেন, ‘সম্প্রতি বিভিন্ন মিডিয়া রিপোর্টের মাধ্যমে আমরা জানতে পেরেছি, করোনার জাপান আবারও জরুরি অবস্থা জারি করছে এবং এই মহামারি নিয়ে তারা খুব দুশ্চিন্তাগ্রস্থ।’

চিঠিতে প্যাট্রনিস আইওসিকে জানিয়েছে, তারা যেভাবে সামাজিক দুরত্ব বজায় রেখে ফ্লোরিডয়ায় ট্যুরিজম চালু রেখেছে, ট্যুরিস্ট ম্যানেজ করছে, সেভাবে অলিম্পিকের মত মেগা স্পোর্টস ইভেন্টও আয়োজন করতে সক্ষম এবং সেটা নিরাপদেই করা সম্ভব।

You might also like

Leave A Reply

Your email address will not be published.