জাতীয় দলে না জায়গা না পেয়ে আক্ষেপ সোহানের
নাম তার জাতীয় দলে নেই। কিন্তু পারফরম্যান্সে কমতি নেই এক ফোঁটাও। তবু যখন জাতীয় দলের স্কোয়াড ঘোষণা হলো, নুরুল হাসান সোহানের নামটি অনুপস্থিত দেখে অনেকেই অবাক। তবে চুপ করে থাকেননি সোহান। চট্টগ্রামের প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে ৯৭ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর মুখ খুললেন তিনিও-খোলাসা করলেন নিজের ভেতরের লড়াই ও বেদনাকে।
ঢাকা প্রিমিয়ার লিগে ধানমন্ডির নেতৃত্ব দিয়ে ১১ ম্যাচে করেছেন ৫১২ রান—২টি সেঞ্চুরি, ২টি ফিফটি, গড় ৫৮, স্ট্রাইক রেট ৯৩.৫৫। আগের মৌসুমেও তাঁর নামের পাশে ছিল প্রায় ৫০০ রান। এরপর বাংলাদেশ ‘এ’ দলের হয়ে নিউজিল্যান্ড ‘এ’-র বিপক্ষে সেঞ্চুরি, চার দিনের ম্যাচেও শতক। এমন পারফরম্যান্সের পরও মূল স্কোয়াডে সুযোগ না পাওয়াটা যে কষ্টদায়ক, সেটাই উঠে এসেছে তাঁর কণ্ঠে।
সোহানের অভিমান স্পষ্ট হলেও, তা ভদ্র ভাষায়-একটা দায়িত্বশীল কণ্ঠে, যেখানে নিজের দায় স্বীকারও রয়েছে, ‘সুযোগটা হয়তো নিতে পারি নাই যেকোনো কারণে। আক্ষেপ থাকবে।’
প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন জানিয়েছেন, তারা সোহানকে বিবেচনায় রেখেছেন। তবে একই দলে একাধিক উইকেটরক্ষক রাখা সম্ভব নয় বলেই জায়গা হয়নি এই মুহূর্তে। দলে ফিরেছেন লিটন দাস, আছেন জাকের আলী-এমন পরিস্থিতিতে সোহানকে স্কোয়াডের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকেরা।
এখন সোহানের সামনে নতুন লক্ষ্য গ্লোবাল সুপার লিগ, যেখানে গতবার রংপুর রাইডার্সকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। যদিও এবারের আসরের প্রস্তুতি এখনো শুরু করতে পারেননি, কারণ মনটা যে পড়ে ছিল জাতীয় দলের ঘরেই!

Comments are closed.