জাকসুর নবনির্বাচিতদের শপথ গ্রহণ কবে জানা গেল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদে (জাকসু) নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান আগামী ১৮ সেপ্টেম্বর বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক ড. এ কে এম রশিদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী ১৮ সেপ্টেম্বর বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রশাসন, জাকসু নির্বাচন কমিশনের সদস্যরা, হল প্রভোস্ট, বিভিন্ন অনুষদের ডিন, সাংবাদিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে।

You might also like

Comments are closed.