জমে উঠেছে বাংলাদেশ ইলেকট্রিক ভেহিকেল অ্যান্ড মোবিলিটি এক্সিবিশন,২০২৫- সেশন টু

ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (ICCB)-তে ,বাংলাদেশ ইলেকট্রিক ভেহিকেল অ্যান্ড মোবিলিটি এক্সিবিশন (BEVMX) ২০২৫- সেশন টু শুরু হয়েছে ০৬ নভেম্বর থেকে। আজ (০৮ নভেম্বর) ছিল প্রদর্শনীটির শেষ দিন। শেষ দিন হওয়াতে সকাল থেকেই ছিল প্রদর্শনীতে উপচে পড়া ভীড়। প্রদর্শনীটি নিয়ে দর্শকদের আগ্রহের কমতি ছিলনা।

সুমাইয়া নামের এক দর্শনার্থী বলেন, এই প্রথম আমি এরকম কোন প্রদর্শনীতে এসেছি। ভালই লাগছে। দর্শনার্থী রাহাদ বলেন, বরাবরই ইলেকট্রিক ভেহিকেলের প্রতি আমার আলাদা দুর্বলতা। তাই এই ধরনের প্রদর্শনী আমি মিস করিনা।

এই BEVMX ২০২৫ প্রদর্শনীতে বিভিন্ন স্টেকহোল্ডার এবং শিল্পের নেতৃবৃন্দ একত্রিত হন এবং বৈদ্যুতিক যানবাহন, শিল্পের প্রবণতা, চ্যালেঞ্জ ও অগ্রগতির উপর আলোচনা করেন। প্রদর্শনীতে মোট ৪৪ টি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এই বিষয়ে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান মাল্টিব্র্যান্ড ওয়ার্কসপ লিমিটেডের নির্বাহী পরিচালক মাছউদ করিম চৌধুরী বলেন, টেকসই মোবিলিটির সম্ভাবনাময় ভবিষ্যৎ অন্বেষণ করুন। শিল্প নেতাদের সাথে নেটওয়ার্কিং করুন এবং পরবর্তী প্রজন্মের ইলেকট্রিক ভেহিকেল পরিষেবাগুলি উপভোগ করুন।

প্রদর্শনীর দ্বিতীয় দিন, বাংলাদেশ ইভি ইন্ডাষ্ট্রিতে লোকাল ম্যানুফ্যাকচারিং এন্ড এসেম্বলির উপর সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল বক্তা ছিলেন, বুয়েটের অধ্যাপক, ড: মো: এহসান। প্যানেলিস্ট হিসেবে ছিলেন, মাছউদ করিম চৌধুরী (নির্বাহী পরিচালক, মাল্টিব্র্যান্ড ওয়ার্কসপ লিমিটেড), ড: খসরু মো: সেলিম ( অধ্যাপক,আইইউবি), এসকে আমিনুদ্দীন,সিইও (আকিজ মোটরস)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাসিমা জাহান বিন্তী (ব্যবস্থাপনা পরিচালক,ব্লু সলিসন লিমিটেড)।

অনুষ্ঠানে ,বাংলাদেশের ই- মোবালিটি সেক্টরে অগ্রণী ভূমিকা ও অসাধারণ আয়োজনের জন্য ,সেভর ইন্টারন্যশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক,মোহাম্মদ ফায়জুল আলমকে, মাল্টিব্র্যান্ড ওয়ার্কসপ লিমিটেডের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট উপহার দেন, মাল্টিব্র্যান্ড ওয়ার্কসপ লিমিটেডের নির্বাহী পরিচালক মাছউদ করিম চৌধুরী।

Comments are closed.