জমজমের নামে ট্যাপের পানি বিক্রি, ৫ মাসে আয় ২৫ লাখ ডলার

তুরস্কে সাধারণ ট্যাপের পানিকে মক্কার পবিত্র জমজম কূপের পানি বলে বিক্রি করায়  এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। প্রাথমিক তথ্য অনুসারে জানা গেছে, গত ৫ মাস ধরে তিনি এই প্রতারণা করে আসছিলেন এবং এ থেকে তিনি মুনাফা করেছেন অন্তত ২৫ লাখ ডলার বা ৯ কোটি লিরা (বাংলাদেশি মুদ্রায় ৩০ কোটি টাকা)।

রবিবার (১২ জানুয়ারি) আরব আমিরাতভিত্তিক ইংরেজি দৈনিক গাল্ফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম বিলাল।

প্রতিবেদনে  বলা হয়, বিলাল দক্ষিণ তুরস্কের আদানায় তার গুদামে বসে কলের পানি থেকে নকল জমজম পানি তৈরি ও বোতলজাত করতেন এবং ইস্তাম্বুলসহ তুরস্কের বিভিন্ন স্থানে বিক্রি করতেন।

অনুসন্ধানে আরও জানা গেছে, এই পাঁচ মাসের প্রতিদিন তিনি ২০ টন করে ‘জমজমের পানি’ বিক্রি করতেন এবং দৈনিক তার আয় হতো ২২ হাজার ডলার বা ৬০ হাজার লিরা।

পুলিশ অভিযান চালিয়ে তার ব্যবসা কেন্দ্র থেকে ১৫ টন (১৫ হাজার লিটার) ট্যাপের পানিও উদ্ধার করা হয়েছে। এই পানি তিনি ‘জমজমের পানি’ হিসেবে বিক্রির জন্য মজুত করেছিলেন।

তবে বাইরে থেকে দেখলে তা বোঝার উপায় ছিল না। কারণ যেসব জারে এসব পানি সংরক্ষণ করা হয়েছিল, সেগুলো সব সৌদি আরবে তৈরি এবং জারগুলোতে সৌদি সরকারের লেবেল ছিল। তবে লেবেলগুলো যে ভুয়া, তা বিলাল স্বীকার করেছেন।

ইসলাম ধর্মাবলম্বীদের কাছে জমজমের পানি অতি পবিত্র। তুরস্কে এ পানির চাহিদা অনেক বেশি। যে কোনো ধর্মীয় উপলক্ষে তুরস্কের জনগণ জমজমের পানি পান করতে চান। পবিত্র রমজান মাসে তুরস্কের বিভিন্ন দোকানে বোতল ও ক্যানজাত অবস্থাতেও বিক্রি হয় জমজমের পানি।

You might also like

Leave A Reply

Your email address will not be published.