জভেরেভকে গুঁড়িয়ে দারুণ প্রাপ্তি, আনন্দে তুললেন দুই হাত

অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা সিনারের

শেষ শটটি খেলেই তৃপ্তিতে চোখ বুজে গেল ইয়ানিক সিনারের। দারুণ প্রাপ্তির আনন্দ উদযাপনে দুই হাত উঁচুতে তুললেন তিনি। বুনো উল্লাস থাকল না, সাফল্যের সবটুকু যেন নীরবে উপভোগ করলেন! আধিপত্য দেখিয়ে আলেক্সান্দার জভেরেভকে গুঁড়িয়ে দিলেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা ধরে রাখলেন ২৩ বছর বয়সী ইতালিয়ান তারকা।

রবিবার (২৬ জানুয়ারি) রড লেভার অ্যারেনায় আসরের পুরুষ এককের ফাইনালটি ছিল র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দুই খেলোয়াড়ের। সেখানে এক নম্বর বাছাই সিনারের বিপরীতে সেই অর্থে প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেননি দ্বিতীয় বাছাই জভেরেভ। তাকে দুই ঘণ্টা ৪২ মিনিটের লড়াইয়ে সরাসরি সেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন সিনার। ২৭ বছর বয়সী তারকা জভেরেভের বিপক্ষে তার জয় ৬-৩, ৭-৬ (৭-৪) ও ৬-৩ গেমে।

২০২৪ সালে অস্ট্রেলিয়ান ওপেনের আগের আসরে রাশিয়ান দানিল মেদভেদেভকে হারিয়ে শিরোপা জিতেছিলেন সিনার। সব মিলিয়ে এটি তার তৃতীয় গ্র্যান্ডস্ল্যাম। গত বছর তিনি ইউএস ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন আমেরিকান টেইলর ফ্রিটজকে হারিয়ে।

You might also like

Comments are closed.