জন্মদিনে নিজের জীবন নিয়ে যে বার্তা দিলেন বাঁধন

দেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ আজমেরী হক বাঁধন। তার অভিনয় ভক্তদের মুগ্ধ করেছে বারবার। সেই সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে স্পষ্ট কথা বলেও নানা সময়ে আলোচনায় থাকেন তিনি। জীবনে একাধিকবার হোঁচট খেয়েছেন, কিন্তু কখনোই থেমে যাননি এই অভিনেত্রী। ৪১ বছরের জীবনযাত্রা শেষ করে ৪২-এ পা রেখেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। নিজের জন্মদিনে ফেসবুকে একটি সাদাকালো ছবি পোস্ট করে জীবনের উত্থান–পতনের কথা জানালেন বাঁধন।

তিনি লেখেন, আজ আমার ৪২তম জন্মদিন। কী দারুণ এই যাত্রা। ৪০ পার করার পর জীবন যেন আমূল বদলে গেল। একটি বেদনাদায়ক সম্পর্কের বিচ্ছেদ আর দেশের জুলাই আন্দোলনের পরের অস্থিরতা আমাকে গভীর বিষণ্নতায় ডুবিয়ে দিয়েছিল। তখন মনে হয়েছিল, সব শেষ।

সেই সময় মানসিক পরিবর্তনের পাশাপাশি শরীরেও বড় রকম পরিবর্তন আসে। বাঁধনের ভাষায়, ওই সময় ১৭ কেজি ওজন বেড়ে গিয়েছিল। শরীর ব্যথা করত, হাঁটুতে যন্ত্রণা, পিঠে টান সব মিলিয়ে নিজের ভেতরেই বন্দি হয়ে গিয়েছিলাম। ঘন কুয়াশার মতো দুঃখের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা শুধু ছাদের দিকে তাকিয়ে থাকতাম।

 

তবু সেই অন্ধকারের ভেতরেও তিনি হাল ছাড়েননি। এ প্রসঙ্গে বাঁধন বকেন, না, পৃথিবী শেষ হয়ে যায়নি। আমি বেঁচে গেছি। তারপর একদিন এক পরিচালকের ফোন এলো যার সঙ্গে কাজ করার স্বপ্ন অনেকদিনের। সেই ফোন বদলে দিল সবকিছু, আবার জেগে উঠল ভেতরের আগুন।এখনকার সময়টাকেই জীবনের সবচেয়ে সুন্দর সময় বলে মনে করেন বাঁধন। তিনি লিখেছেন, এখন আমি নিয়মিত ব্যায়াম করি, নিজেকে আবার জীবিত মনে হয়। জীবনের সবচেয়ে সুন্দর সময় এখনই কাটাচ্ছি, কারণ আমরা মানুষ—সুপারহিরো নই। আমরা ভাঙি, কাঁদি, আবার জোড়া লাগি। আমার চল্লিশের দশকটাই এখন পর্যন্ত জীবনের সবচেয়ে দারুণ অধ্যায়। আমি এখন আরও পরিণত, শান্ত, সংযত। আর সবচেয়ে বড় কথা আমি নিজেকে অনেক ভালোবাসি।

উল্লেখ্য, বছর কয়েক আগে ‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্র দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসেন আজমেরী হক বাঁধন। কান চলচ্চিত্র উৎসবে ছবিটি দেশের হয়ে ইতিহাস গড়ে। এরপর কাজ করেছেন সৃজিত মুখার্জীর ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ ওয়েব সিরিজে এবং বিশাল ভরদ্বাজের নেটফ্লিক্স মুভি ‘খুফিয়া’–তে, যেখানে তাঁর ‘অক্টোপাস’ চরিত্রটি ব্যাপক প্রশংসা কুড়ায়।

You might also like

Comments are closed.