জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত ঢাকায়

ঢাকায় এসেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত। তিনি রনি হিসেবে পরিচিত।

শাহীন সুমন পরিচালিত ‘গ্যাংস্টার’ সিনেমায় অভিনয় করছেন কলকাতার এ শক্তিমান অভিনেতা। সিনেমাটির কাজে সম্প্রতি ঢাকায় এসেছেন তিনি।

পরিচালক শাহীন সুমন জানালেন, রোববার থেকে এফডিসির স্টুডিওতে ডাবিংয়ে করছেন তিনি। এর আগেও বেশকিছু বাংলাদেশি সিনেমায় অভিনয় করেছেন রজতাভ দত্ত। রয়েছে যৌথ প্রযোজনার চলচ্চিত্রও।‘

গ্যাংস্টার’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক-মাহিয়া মাহি, শান্ত খান-রূপসা । এতে গ্যাংস্টার চরিত্রে অভিনয় করেছেন শান্ত খান।

শাপলা মিডিয়া প্রযোজিত সিনেমাটি গাজীপুরসহ দেশের বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণের কাজ হয়েছে। শান্ত খান এরই মধ্যে বেশ কয়েকটি বিগ বাজেটের সিনেমায় অভিনয় করেছেন। এসব সিনেমায় তাকে বলিউড, টলিউড ও দেশীয় নায়িকাদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে দেখা যায়।

You might also like

Comments are closed.