জনগণকে সঙ্গে নিয়ে আমরা তার দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত: সেতুমন্ত্রী
বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আবারও জ্বালাও-পোড়াও করার ইচ্ছে বোধ হয় আপনাদের আছে। সেই দুরভিসন্ধি নিয়ে এগিয়ে যাচ্ছেন। এবারও যদি কোনো প্রকার সহিংসতার রাস্তা নেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করেন, শেখ হাসিনার এই অর্জনকে খাটো করতে চান, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা তার দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত।’
তিনি গতকাল দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি ‘মানবতার আলোকবর্তিকা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনাসভা ও দুস্থদের কর্মসংস্থানের লক্ষ্যে রিকশা-ভ্যান বিতরণ কর্মসূচিটির আয়োজন করে।
আলোচনাসভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ।
বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের আরো বলেন, ‘আমার অবাক লাগে মির্জা ফখরুল বলেন, এই সফরে কোনো অর্জন নেই। মির্জা ফখরুল সাহেব দুনিয়ার কোনো খবর রাখেন না!’ জাতিসংঘের অধিবেশনের প্রতিটি ফোরামের বক্তব্য, মূল অধিবেশনে শেখ হাসিনার বক্তব্য সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। বাংলাদেশের সুনাম-মর্যাদাকে শেখ হাসিনা নতুন মাত্রায় উন্নীত করেছেন এবারের বিশ্বসভায়। তিনি ভ্যাকসিন ক্রাইসিস নিয়ে কথা বলেছেন, ভ্যাকসিন বৈষম্য নিয়ে কথা বলেছেন, সারা দুনিয়া আজকে মুগ্ধ মনোযোগে তাঁর বক্তব্য শুনেছে। প্রধানমন্ত্রী বলেছেন, সবার জন্য ভ্যাকসিনের সমান সুযোগ করতে হবে। ফখরুল সাহেব এটা কি আপনি শুনেননি? নিউ ইয়র্ক টাইমস পত্রিকাটি পড়েননি?’