ছয় মাস পর চীনের ৩ নভোচারী পৃথিবীতে

চীনের দীর্ঘতম মহাকাশ অভিযানের সমাপ্তি শেষ করে ১৮৩ দিন পর পৃথিবীতে অবতরণ করেছেন তিন মহাকাশচারী। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় উত্তর চীনে অবতরণ করেন এই মহাকাশচারীরা। চীনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম সিসিটিভির বরাতে এ খবর জানিয়েছে এএফপি। শেনঝো-১৩ নামে মহাকাশযানে করে মঙ্গলগ্রহে একটি রোভার অবতরণ এবং চাঁদে অনুসন্ধান করার পর তারা পৃথিবীতে ফিরে এলেন। যুক্তরাষ্ট্রের প্রধান মহাকাশ প্রতিদ্বন্দ্বী শক্তিতে পরিণত হওয়ার জন্য বেইজিংয়ের এই অভিযানটি একটি সর্বশেষ মিশন বলে জানায় এএফপি।

মিশনে অংশ নেন দুই পুরুষ এবং একজন নারী নভোচারী। তারা হলেন- ঝাই ঝিগাং, ইয়ে গুয়াংফু এবং ওয়াং ইয়াপিং। তারা একটি ছোট ক্যাপসুলে করে পৃথিবীতে নিরাপদে অবতরণ করেন। গত বছরের অক্টোবরে এ তিন চীনা নভোচারী চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে গোবি মরুভূমির একটি উৎক্ষেপণ কেন্দ থেকে মহাকাশে রওনা করেন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.