ছেলেশিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে সাত বছর বয়সী ছেলেশিশুকে (৭) ধর্ষণের অভিযোগে হৃদয় শীল (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) রাতে জাতীয় জরুরি সেবা নম্বর-৯৯৯-এ ফোন পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। হৃদয় শীল পেশায় নরসুন্দর।

পুলিশ জানায়, শুক্রবার বেলা দুইটার দিকে শিশুটিকে ঝালমুড়ি খাওয়ানোর কথা বলে নিজের সেলুনে নিয়ে গিয়ে ধর্ষণ করেন হৃদয় শীল। রাতে শিশুটি পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। এ সময় এক প্রতিবেশী ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন। পুলিশ অভিযান চালিয়ে হৃদয় শীলকে গ্রেপ্তার করে।

মহেশখালী থানার ওসি মোহাম্মদ কাইছার হামিদ বলেন, ধর্ষণের ঘটনায় রাতে ভুক্তভোগী শিশুর বাবা মামলা করেছেন। পুলিশের কাছে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছেন গ্রেপ্তার হৃদয় শীল। ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য তাকে আদালতে সোপর্দ করা হয়। ২২ ধারায় জবানবন্দি রেকর্ডের জন্য ভুক্তভোগী শিশুকেও সকালে আদালতে পাঠানো হয়েছে।

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.