ছেলের নাম বললেন পরীমণি

মা-বাবা হয়েছেন চিত্রনায়িকা পরীমণি ও অভিনেতা শরিফুল রাজ। বুধবার (১০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর এক বেসরকারি হাসপাতালে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী পরীমণি।

বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে নিজের ফেসবুকে তার সন্তানের নাম জানালেন চিত্রনায়িকা পরীমণি।

তিনি তার ফেসবুকে লিখেন- শাহীম মুহাম্মদ রাজ্য। Shaheem Muhammad Rajya. তুমি পৃথিবীর জন্যে আলোর বাহক হও। অভিনন্দন তোমাকে। আমাদের রাজপু্ত্র।

নিজের অনাগত সন্তানের নাম চলতি জানুয়ারিতেই ঘোষণা দিয়েছিলেন চিত্রনায়িকা পরীমণি।

সে সময় পরীমণি বলেছিলেন, পুত্র সন্তান হলে নাম হবে ‘রাজ্য’ এবং কন্যা হলে নাম রাখবেন ‘রাণী’। সে অনুযায়ী ধারণা করা হচ্ছে তাদের ছেলের নাম হবে ‘রাজ্য’।

গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। তবে খবরটি প্রকাশ্যে এনেছেন এ বছরের ১০ জানুয়ারি। একইদিন ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন তারা।

You might also like

Comments are closed.