ছিলেন নামাজে, ফোনে খবর পেলেন ৬৬ কোটি লটারি জয়ের

লটারি জিতে ৬৬ কোটি টাকার মালিক প্রবাসী জাহাঙ্গী
এক ফোন কল, একটিমাত্র সংখ্যা— আর তাতেই বদলে গেল সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী এক বাংলাদেশি শ্রমিকের ভাগ্য।

মঙ্গলবার (৪ মার্চ) খালিজ টাইমসের প্রতিবেদনে এসেছে, সোমবার সর্বশেষ আবুধাবি বিগ টিকেট ড্র’তে ২ কোটি দিরহাম জিতেছেন বাংলাদেশি প্রবাসী জাহাঙ্গীর আলম। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৬৫ কোটি ৯৩ লাখ টাকা।

১১ ফেব্রুয়ারীতে ১৩৪৪৬৮ নম্বরের টিকেটটি কেনেন জাহাঙ্গীর আলম। গত তিন বছর ধরে তিনি প্রতি মাসে এন্ট্রি কেনার জন্য ১৪ বন্ধুর সাথে একটি গ্রুপে দল বেঁধে বিগ টিকিট ড্র’তে অংশগ্রহণ করেছেন।

খালিজ টাইমস বলছে, ৪৪ বছর বয়সী জাহাঙ্গীর আলম গত ৬ বছর ধরে দুবাইতে বসবাস করছে। তিনি জাহাজ নির্মাণ শিল্পে কর্মরত।

প্রায় ৬৬ কোটি টাকা জেতার পর জাহাঙ্গীর আলম বলেন, “আমার ফোনে যখন কলটা আসে তখন আমি দোয়া করছিলাম। আমি বেরিয়ে আসার পর আমার বন্ধু আমাকে খুশির খবরটা দিলো। আমি আনন্দে আপ্লুত হয়ে গিয়েছি।

You might also like

Leave A Reply

Your email address will not be published.