ছবি পোস্ট করে বিপাকে জেনিফার লোপেজ

আমেরিকান পপ তারকা এবং অভিনেত্রী জেনিফার লোপেজ নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেও আইনি জটিলতায় পড়েছেন। একটি হলিউড পার্টিতে তোলা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করায় একজন আলোকচিত্রী ও একটি পাপারাজ্জি এজেন্সি তার বিরুদ্ধে মামলা করেছে।

জানুয়ারিতে অনুষ্ঠিত গোল্ডেন গ্লোবস পুরস্কার অনুষ্ঠানের আগের রাতে লোপেজ লস অ্যাঞ্জেলেসে আমাজন এমজিএম স্টুডিও এবং ভ্যানিটি ফেয়ার পার্টিতে যোগ দেন। সে সময় Chateau Marmont-এর বাইরে তোলা দুটি ছবি তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেন। এ ছবি পরে অনেক ফ্যান ও ফ্যাশন পেজেও ছড়িয়ে পড়ে।

এ ছবি দুটি তুলেছিলেন আলোকচিত্রী এডউইন ব্ল্যাঙ্কো, যিনি ব্যাকগ্রিড নামক পাপারাজ্জি এজেন্সির হয়ে কাজ করছিলেন। উভয়েই কপিরাইট লঙ্ঘনের অভিযোগ তুলে মামলা করেছেন এবং প্রতিটি ছবির জন্য $১,৫০,০০০ (প্রায় ১ কোটি ১২ লাখ টাকা) ক্ষতিপূরণ দাবি করেছেন।

আইনি নথিপত্রে বলা হয়েছে, মিস লোপেজের অনুমতি ছাড়া ছবি ব্যবহারের উদ্দেশ্য ছিল বাণিজ্যিক। তিনি নিজের পোশাক ও গহনার ডিজাইনারকে সামনে আনতে এবং নিজস্ব ব্র্যান্ড মূল্য বাড়াতে এসব ছবি ব্যবহার করেছেন।

যুক্তরাষ্ট্রে সাধারণভাবে যে ব্যক্তি ছবিতে রয়েছেন, তিনি সেই ছবির কপিরাইটের মালিক নন। আলোকচিত্রী বা সংশ্লিষ্ট সংস্থা সেটির অধিকারী হন এবং তারাই নির্ধারণ করেন ছবিটি কে, কোথায় ও কিভাবে ব্যবহার করতে পারবেন।

আইনি নথিতে আরও উল্লেখ আছে, লোপেজের টিমের সঙ্গে ব্যাকগ্রিড ও ব্ল্যাঙ্কো যোগাযোগ করে অর্থপত্র ও সমঝোতার প্রস্তাব দেন। তবে এখন পর্যন্ত লোপেজ সেই চুক্তিতে সই করেননি।

প্রসঙ্গত, ২০১৯ ও ২০২০ সালেও একই ধরনের কপিরাইট লঙ্ঘনের অভিযোগে লোপেজের বিরুদ্ধে মামলা হয়েছিল। এ ধরনের মামলার সম্মুখীন হয়েছেন আরও বেশ কিছু সেলিব্রিটি, যেমন দুয়া লিপা, গিগি হাদিদ এবং খলো কার্দাশিয়ান।

You might also like

Comments are closed.