চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই দুবাই যাচ্ছি: শান্ত

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে দুবাইয়ের উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ দল। এর আগে দলের লক্ষ্য নিয়ে কথা বলেছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি জানান, দলের চোখ শিরোপায়।

আজকেই শেষবারের মতো মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ দল। এরপর আনুষ্ঠানিক ফটোসেশন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন শান্ত। তিনি বলেন, ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই যাচ্ছি। ‘

এর আগে ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষ চারে উঠেছিল বাংলাদেশ। কিন্তু সেখান থেকেই বিদায় নিতে হয় সেবার। তবে এবার লক্ষ্যটা আরও বড় করেছে বাংলাদেশ। যদিও বাকি সব দলকেও সমীহ করছেন অধিনায়ক শান্ত। তার চোখে সব দলই শিরোপা জেতার সামর্থ্য রাখে, ‘এখানে যে আটটা দল আছে, সবাই ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়া। এই আটটা কোয়ালিফাইড টিম। আমি বিশ্বাস করি আমাদের দলের এই সক্ষমতা আছে। সবাই এটাই বিশ্বাস করে আমাদের ওই সক্ষমতা আছে। ‘

দলের সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই শান্তর। নিজেদের লক্ষ্যে পৌঁছানো সম্ভব বলেই মনে করেন তিনি, ‘আমরা জানি না, আমাদের রিজিকে আল্লাহ কী লিখে রেখেছেন। আমার কাছে মনে হয় আমরা মেহনত করছি, আমাদের সততার সঙ্গে কাজ করছি এবং প্রতিটা খেলোয়াড় বিশ্বাস করি আমাদের যে লক্ষ্য, ওই লক্ষ্যে পৌঁছাতে পারবো। ’

আজ রাত ১টায় চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাইয়ের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ দল। আসরে বাংলাদেশের প্রথম ম্যাচও দুবাইয়েই। আগামী ২০ ফেব্রুয়ারির ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ম্যাচটি খেলে পাকিস্তানে যাবে টাইগাররা। সেখানে ২৪ তারিখ নিউজিল্যান্ড এবং ২৭ তারিখ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দল: নাজমুল হোসেন (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, নাহিদ রানা, জাকের আলী, তানজিদ হাসান, তানজিম হাসান, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও পারভেজ হোসেন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.