চৌকাঠ পেরোলে
বৃত্ত ভেঙে চৌকাঠ পেরোলে
পাবে এক আকাশ উড়াল
সাপসব গর্ত খোঁজে
উড়তে পারে কি ?
উড়তে শিখতে হয়
নিজে নিজে
কেউ কিছু শিখিয়ে দেবে না
নূতনতা খুঁজে খুঁজে ভাঙবে নিজকে
বৃত্তের বাইরে চলে এসো____
চলে এলেও কেন্দ্রের কথা ভুলো না
প্রেম ছাড়া ভালোবাসা ছাড়া কীভাবে বাঁচব বলো ?
কীভাবে বাঁচবে তুমিও ?
____এরপরেও বৃত্ত ভাঙাই অনুমেয় অনুরাগ !
লিখেছেন ডা.চয়ন শায়েরী
পরিচালক- কাব্যলোক ক্রিয়েটিভ লি.
ভাইস চেয়ারম্যান- দি পিপলস ইউনিভার্সিটি অফ বাংলাদেশ।