চোট থেকে ফিরে নেইমারের জাদু
ব্রাজিলের এসপিরিতো সান্তোর ক্লেবার আন্দ্রাদে স্টেডিয়ামে এক প্রস্তুতি ম্যাচে দেসপোরতিভা ফেরোভিয়ারিয়াকে ৩–১ গোলে হারিয়েছে সান্তোস। নেইমার ছিলেন ম্যাচের বড় আকর্ষণ। চোট থেকে সেরে উঠে চুক্তি নবায়নের পর এই ম্যাচেই প্রথম একাদশে ফিরলেন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড।
প্রথমার্ধেই দেখিয়েছেন পুরনো সেই ঝলক। প্রতিপক্ষের কিছু কঠিন ট্যাকলের মুখে পড়ে কিছুটা নার্ভাস মনে হলেও, পেনাল্টি থেকে গোল করে সান্তোসের স্কোর খোলেন তিনি। এটি ছিল তার সান্তোসে ফিরে আসার পর চতুর্থ গোল। আগের তিনটি গোল করেছিলেন পাওলিস্তাও প্রতিযোগিতায়, আগুয়া সান্তা, ইন্টার দে লাইমেইরা এবং আরবি ব্রাগান্তিনোর বিপক্ষে।
শুধু গোলই নয়, নেইমার গোল করিয়েছেনও গিলেরমেকে দিয়ে। এর আগে অ্যাসিস্ট করেছিলেন আগুয়া সান্তা ম্যাচে একটি এবং ইন্টার দে লাইমেইরার বিপক্ষে দুটি।
শুধু গোল অ্যাসিস্ট নয়, নেইমার তার পায়ের কারিকুরিতেও নজর কেরেছেন এদিন। একবার তো প্রতিপক্ষকে পেছনে ফেলে ‘সোমব্রেরো’ দিয়েই এগিয়ে গেছেন নেইমার।
হাফটাইমে নিজের শারীরিক অবস্থা ও প্রস্তুতি নিয়ে কথা বলেন নেইমার। বলেন, ‘এমন একটি প্রস্তুতি ম্যাচের গুরুত্ব মূলত ম্যাচ ফিটনেস। আমরা অনেকদিন খেলার বাইরে ছিলাম। ব্রাজিলিয়ান লিগে ফেরার জন্য এই ম্যাচ খুব গুরুত্বপূর্ণ ছিল। এখন আমি আগের চেয়ে অনেক ভালো অনুভব করছি, শারীরিকভাবে উন্নতি করছি। এটি আমাকে খুশি করছে।’
দ্বিতীয়ার্ধে আর মাঠে নামেননি নেইমার। তাকে বদলি করে নামানো হয় পদুলাকে।
দ্বিতীয়ার্ধে দেসপোরতিভার হয়ে একটি গোল শোধ করেন মারিয়ানো। এরপর সান্তোসের হয়ে রবিনিও জুনিয়রের অ্যাসিস্ট থেকে গোল করেন দিয়েগো পিতুকা। এই ম্যাচেই পেশাদার ফুটবলে অভিষেক হয়েছে রবিনিও জুনিয়রের।
তবে ম্যাচ শেষ হয়নি পুরোপুরি। খেলার ৮৫ মিনিটে একাধিক দর্শক মাঠে ঢুকে পড়ায় খেলা বন্ধ করে দেওয়া হয়।
এই জয়ে আত্মবিশ্বাস কিছুটা হলেও ফিরবে সান্তোসের। দলটা ব্রাসিলেইরাওতে বর্তমানে ১১ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে রয়েছে। আগামি সপ্তাহে তাদের পালমেইরাসের বিপক্ষে ডার্বি ম্যাচ হওয়ার কথা ছিল। তবে সেটি ব্রাজিল ফুটবল ফেডারেশন স্থগিত করেছে। সান্তোসের পরবর্তী ম্যাচ ১৬ জুলাই, ভিলা বেলমিরোতে ফ্লামেঙ্গোর বিপক্ষে।

Comments are closed.