চেক প্রজাতন্ত্রে বিশ্ববিদ্যালয়ে গুলি: নিহত ১০
চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে চার্লস বিশ্ববিদ্যালয়ে গুলির ঘটনায় ১০ জন নিহত এবং ‘কয়েক ডজন’ মানুষ আহত হয়েছে। ইয়ান পালাখ স্কয়ারে চার্লস বিশ্ববিদ্যালয়ে বৃহষ্পতিবার এ ঘটনা ঘটে। পুলিশ বন্দুকধারীকে হত্যা করেছে।
কর্তৃপক্ষ জানায়, ঘটনার পর গোটা পালাখ স্কয়ারসহ বিশ্ববিদ্যালয়ের আশেপাশের কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। গণমাধ্যমে ঘটনাস্থলে থাকা এক প্রত্যক্ষদর্শী বলেছেন, তিনি হঠাৎ করেই গুলির শব্দ শুনতে পেয়েছেন।
এই হামলার বিষয়ে একটি ইমেইলে সতর্কবার্তা পাঠানো হয়েছিল। চার্লস বিশ্ববিদ্যালয়ের ফিলোসোফি ফ্যাকাল্টির এক স্টাফের কাছে পাঠানো এমন একটি ইমেইল দেখেছে বার্তা সংস্থা রয়টার্স। তাতে লেখা ছিল: “যেখানে আছেন সেখানেই থাকুন। কোথাও যাবেন না। যদি অফিসে থাকেন তাহলে সেটি বন্ধ রাখুন,তালা দিন। আসবাবপত্র দরজার সামনে রাখুন, বাতি নিভিয়ে দিন।”

Comments are closed.