চীন থেকে দেড় কোটি টিকা কিনব: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, চীনের কাছ থেকে আমরা দেড় কোটি টিকা কিনব। আগামী জুন-জুলাইয়ের মধ্যে এই টিকা আসা শুরু হবে। প্রতিমাসে ৫০ লাখ টিকা আনা হবে। বিষয়টি চূড়ান্ত করা হয়েছে।

মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান তিনি।

মন্ত্রী বলেন, আমরা বিভিন্ন দেশ থেকে টিকা আনার চেষ্টা করছি। যুক্তরাষ্ট্র থেকে যে টিকা আনার উদ্যোগ নেওয়া হয়েছে, সেখানে মার্কিন ওষুধ প্রশাসনের (এফডিআই) অনুমতি লাগবে। সে কারণে জটিলতা তৈরি হয়েছে।

চীন বাংলাদেশকে প্রথম ধাপে ৫ লাখ টিকা উপহার দিয়েছে। দ্বিতীয় ধাপে বাংলাদেশকে ৬ লাখ টিকা উপহারের ঘোষণা দিয়েছে তারা।

You might also like

Comments are closed.