চীনে এবার শক্তিশালী ভুমিকম্পের আঘাত
চীনের শিগাজ শহরে ৫.৯ মাত্রার এক শক্তিশালী ভুমিকম্প আঘাত হেনেছে। শহরটি চীনের দক্ষিণাঞ্চলীয় স্বায়ত্বশাসিত অঞ্চল তিব্বতের পাশে অবস্থিত। শুক্রবার ৯ টা ৩৩ মিনিটে এই ভুমিকম্প আঘাত হানে।
অঞ্চলটি পাহাড়ি ও মরুভূমি অঞ্চল হওয়ায় হতাহতের সম্ভাবনা কম। উৎপত্তিস্থলের কাছাকাছি বসতি খুব একটা না থাকলেও যেসব আছে সেগুলো কাঁচা ইট দিয়ে নির্মিত। ফলে সেগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে।
উল্লেখ্য চীনে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে দেশটির পশ্চিম ও দক্ষিণাঞ্চলের পাহাড়ি এলাকায়। এর আগে ২০০৩ সালে জিনজিয়াং প্রদেশে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ২৬৮ জন নিহত হন। তখন ওই অঞ্চলে ব্যাপক ক্ষতি হয়।
আর ২০০৮ সালের ১২ মার্চ সিচুয়ান প্রদেশে ৮ মাত্রার প্রচণ্ড শক্তিশালী ভূমিকম্পে ৭০ হাজার মানুষ প্রাণ হারান।

Comments are closed.