চিকিৎসা শেষে দেশে ফিরেছেন খোকন চন্দ্র বর্মন

৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে আহত খোকন চন্দ্র বর্মন বুধবার (৭ মে) দেশে ফিরেছেন। কাতার এয়ারলাইন্সের কিউআর-৬৪০ ফ্লাইটে ঢাকার স্থানীয় সময় সকাল ৯টা ২৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

তার সঙ্গে ছিলেন স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. শামীমা সুলতানা।

মুখের রিকনস্ট্রাকশন সার্জারির উন্নত চিকিৎসার লক্ষ্যে প্রথম ধাপের জন্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাশিয়ায় পাঠানো হয় খোকন চন্দ্র বর্মনকে। ২২ এপ্রিল রাশিয়ার স্থানীয় একটি হাসপাতালে খোকন চন্দ্র বর্মনের প্রথম ধাপের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়।

খোকনের মুখের রিকনস্ট্রাকশন সার্জারির লক্ষ্যে প্রথমে তার মুখের থ্রিডি মডেল তৈরি করা হয় এবং পরে তার নিচের চোয়ালে (ম্যান্ডিবল) টাইটেনিয়ামের পাত বসানোর পর অস্টিওসিন্থেসিস করা হয়। অপারেশনের সময় তার মুখ থেকে তিন থেকে চারটি বুলেটের (ছররা বুলেটের) অংশ বের করা হয়।

স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম ও স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর সাইদুর রহমান খসরু অপারেশনের পর খোকনের সার্বিক খোঁজখবর নিয়েছেন।

দ্বিতীয় ধাপের অস্ত্রোপচারে তার ওপরের চোয়ালের (ম্যাক্সিলা) রিকনস্ট্রাকশন নিয়ে কাজ করা হবে বলে জানিয়েছেন খোকনের চিকিৎসক।

You might also like

Comments are closed.