চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন তামিম

উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন তামিম ইকবাল। সবকিছু ঠিক থাকলে আগামী সোমবার সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়বেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।

২৪ মার্চ সকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তামিম। সাভারের কেপিজে বিশেষায়িত হাসপাতালে এনজিওগ্রাম করার পর তার হার্টে একটি ব্লক ধরা পড়ে। অবস্থা বিবেচনায় তৎক্ষণাৎ তাঁর হার্টে একটি স্টেন্ট (রিং) বসানোও হয়েছে হয়।

এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে দুই দিন ভর্তি থাকার পর ঈদের আগেই বাসায় ফিরেছেন তামিম। বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন এই ৩৬ বছর বয়সী ক্রিকেটার।

তবে এখানেই থেমে নেই চিকিৎসা। হৃদ্‌যন্ত্রের বর্তমান অবস্থা ও শারীরিক অন্যান্য দিক আরও ভালোভাবে পর্যালোচনার জন্য এবার সিঙ্গাপুর যাচ্ছেন তামিম ইকবাল। শুরুতে থাইল্যান্ড যাওয়ার কথা থাকলেও, পরিবারের সিদ্ধান্তে গন্তব্য বদলে যাচ্ছেন সিঙ্গাপুরে। এরই মধ্যে ভিসা ও বিমানের টিকিট চূড়ান্ত করা হয়েছে। পারিবারিক সূত্র জানিয়েছে, আগামী ৭ এপ্রিল সিঙ্গাপুরের একজন অভিজ্ঞ হৃদ্‌রোগ বিশেষজ্ঞের সঙ্গে দেখা করবেন তামিম। সেখানে পরামর্শ নেওয়ার পাশাপাশি পুরো শরীরের পূর্ণাঙ্গ স্বাস্থ্যপরীক্ষাও করাবেন তিনি।

তামিমের বর্তমান অবস্থা নিয়ে ইতিবাচক বার্তাই দিয়েছেন চিকিৎসকেরা। ঢাকার এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ডপ্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার জানিয়েছেন, ‘ক্রিকেটে তিনি ফিরবেন কি না, সেটা তিন-চার মাস পর আমাদের কার্ডিয়াক টিম ও ফিজিওরা তামিমের অবস্থা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবেন।’

এদিকে তামিমের শারীরিক অবস্থা সম্পর্কে সার্বক্ষণিক খোঁজ রাখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী। তিনি জানান, ‘তামিম এখন আশঙ্কামুক্ত, তবে সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন। চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী বাড়িতেই আছেন এবং স্বাভাবিক চলাফেরা করতে পারছেন।’

You might also like

Leave A Reply

Your email address will not be published.