চিকিৎসক শুভাগত চৌধুরী মারা গেছেন

চিকিৎসক ও লেখক অধ্যাপক শুভাগত চৌধুরী মারা গেছেন। বুধবার (১৫ জানুয়ারি) সকালে রাজধানীর একটি হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

চিকিৎসাবিজ্ঞানের সুপরিচিত এই লেখকের ভাই ডা. অরূপ রতন চৌধুরী জানান, শুভাগত চৌধুরী ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি চিকিৎসা নিচ্ছিলেন। সকালে বাসায় অচেতন হয়ে পড়লে তাকে ইব্রাহিক কার্ডিয়াক হাসপাতালে নেয়া হয়। পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

অরূপ রতন আরও জানান, শুভাগত চৌধুরীর দুই মেয়ে দেশের বাইরে থাকেন। তারা এলে শেষকৃত্য নিয়ে সিদ্ধান্ত হবে। আপাতত হাসপাতালের হিমঘরে মরদেহ রাখা হবে।

শুধু চিকিৎসক হিসেবেই নন, শুভাগত চৌধুরী লেখক হিসেবেও ছিলেন স্বনামধন্য। চিকিৎসাক্ষেত্রে অবদানের জন্য তিনি শেরেবাংলা জাতীয় পুরস্কারও পান। একইসাথে পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার।

ডা. শুভাগত চৌধুরীর জন্ম ১৯৪৭ সালে, সিলেটে। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ছিলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

অ্যাসোসিয়েশন অব নিউট্রিশনিস্ট অ্যান্ড ডায়াটেশিয়ানস ফর সোশ্যাল সার্ভিসেসের উপদেষ্টাও ছিলেন ডা. শুভাগত চৌধুরী।

প্রাণরসায়ন, পুষ্টি ও চিকিৎসা-শিক্ষাপদ্ধতি ছিলো তার গবেষণার বিষয়। নিউইয়র্ক সায়েন্স একাডেমির নির্বাচিত সদস্য ছিলেন শুভাগত চৌধুরী। চিকিৎসাবিজ্ঞান বিষয়ক দেশি-বিদেশি জার্নালে তাঁর ৫০টির বেশি গবেষণা-প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.