চার দফা দাবিতে সড়ক অবরোধ ম্যাটস শিক্ষার্থীদের

চার দফা দাবি নিয়ে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্টস ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা।

বুধবার (২২ জানুয়ারি) দুপুর একটার দিকে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে শিক্ষার্থীরা অবস্থান নেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, তারা এক ঘণ্টা সময় দিচ্ছেন। এর মধ্যে স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা শাহবাগে এসে তাদের সঙ্গে কথা না বললে তারা শাহবাগ ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দেন।

তাদের দাবিগুলো হলো—

১। অবিলম্বে ১০ম গ্রেডে শূন্যপদে নিয়োগ ও সরকারি-বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃষ্টি।

২। ইন্টার্নশিপ ভাতা ও কোর্স কারিকুলাম সংশোধন।

৩। প্রস্তাবিত Allied Health Professional Board বাতিল করে স্বতন্ত্র মেডিকেল এডুকেশন বোর্ড প্রতিষ্ঠা।

৪। অবিলম্বে বিএমএনডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমাদের এই দাবিগুলো অনেক আগের। আমাদের নিয়োগ প্রক্রিয়া গত ১২ বছর ধরে আটকে আছে। এ নিয়ে ২০১৭, ২০২৩ ও ২০২৪ সালেও আন্দোলন হয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি।

শিক্ষার্থীরা বলেন, আমাদের সেক্টর থেকে প্রাইভেট ও সরকারিতে কোনো চাকরি নেই। স্বাস্থ্য খাতে ম্যাটসের লোক থাকার কথা থাকলেও দুর্ভাগ্যবশত তা নেই। প্রতিটি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে সাব অ্যাসিস্ট্যান্ট মেডিকেল অফিসার (এসএসিএমও) পদ থাকলেও নিয়োগ বন্ধ আছে। আমরা এই বৈষম্যের অবসান চাই।

সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক আহমাদুল্লাহ মানসুর বলেন, আমরা আমাদের দাবিগুলো নিয়ে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এক ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলাম। নির্ধারিত সময়ে তারা আমাদের দাবি মেনে নেয়নি। দাবি মানা না হলে অবরোধ কর্মসূচি চলমান থাকবে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.