চার চীনা নাগরিক পর্যবেক্ষণে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে চীনের চার নাগরিককে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
চার থেকে পাঁচদিন আগে চীন থেকে ফেরা ওই চারজন গোবিন্দগঞ্জে এন-৫ মহাসড়ক উন্নয়ন কাজে নিয়োজিত চায়না কনষ্ট্রাকশন সেভেনথ ইঞ্জিনিয়ারিং ডিভিশন কর্পোরেশন লিমিটেডের কর্মী।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, চীন থেকে আসার পর চার কর্মীকে ক্যাম্পের ভেতর আলাদা করে পর্যবেক্ষণে রাখা হয়।
তাদের ব্যাপারে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন গোবিন্দগঞ্জ উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মজিদুল ইসলাম।
এ ব্যাপারে সড়ক উন্নয়ন প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার জিয়া জানান, চীন থেকে আসা কর্মকর্তাদের ১৪ দিন ক্যাম্পের মধ্যেই পর্যবেক্ষণে রাখা হয়। ১৪ দিন পর সব কিছু ঠিক থাকলে তাদের কাজে যোগদানের অনুমতি দেওয়া হয়। পর্যবেক্ষণে রাখা চারজন ৫ থেকে ৬ দিন আগে বাংলাদেশে আসে।