চানখারপুলে ৬ হত্যা মামলায় ট্রাইব্যুনালে ৪ আসামি

জুলাই অভ্যুত্থানে চানখারপুলে ৬ জন হত্যা মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্য দেবেন ৪ জন। রোববার (৭ সেপ্টেম্বর) সকালে এই মামলায় গ্রেফতার পুলিশ কন্সটেবল সুজনসহ ৪ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এখন পর্যন্ত এই মামলায় সাক্ষ্য দিয়েছেন ৮ জন। এই মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৪ জন পলাতক আছেন। তাদের পক্ষে নিয়োগ দেয়া হয়েছে ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী।

এদিকে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের মামলায়ও সাক্ষ্য গ্রহণ হবে ট্রাইব্যুনাল-২ এ। আজ এনটিভির সিনিয়র করেপসডেন্টকে জেরাসহ আরও কয়েকজনের সাক্ষ্যগ্রহণ হতে পারে।

এর আগে, গত ২৮ আগষ্ট আবু সাঈদের বাবা মকবুল হোসেন এই মামলায় প্রথম সাক্ষী দেন। তিনি ছেলে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবির পাশাপাশি জীবীত থাকা অবস্থায় বিচার দেখে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। আবু সাঈদের মামলায় গ্রেফতার ৬ আসামিকেও ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে।

You might also like

Comments are closed.