চানখারপুলে ৬ হত্যা: আসামিদের বিরুদ্ধে ৪র্থ দিনের সাক্ষ্যগ্রহণ চলছে

জুলাই-আগস্টে আন্দোলনের সময় রাজধানীর চানখারপুলে আনাসসহ ৬ জনকে হত্যার মামলায় চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর বারোটার পর সাক্ষ্য নেয়া শুরু হয়।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়। তবে আজকের সাক্ষীর বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

সবশেষ গত ১৩ আগস্ট এই মামলায় নিহত ইয়াকুবের মা রহিমা আক্তার, ইসমামুল হকের ভাই মো. মহিদুল হক সাক্ষ্য দিয়েছিলেন। এর আগে, শহীদ আনাস ও শহীদ জুনায়েদের বাবা এবং একজন কলেজ শিক্ষকসহ মোট ৩ জন সাক্ষ্য দিয়েছেন।

এই মামলার আসামিরা হলেন, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল, শাহবাগ থানার পরিদর্শক (বরখাস্ত) আরশাদ এবং তিন কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল।

আসামিদের মধ্যে পরিদর্শক (বরখাস্ত) আরশাদ ও কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল গ্রেফতার রয়েছেন। বাকিরা এখনো পলাতক আছেন।

You might also like

Comments are closed.