চাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল সংসদ ও হোস্টেল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ ও জমা দেওয়ার সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন।
নতুন সময়সীমা অনুযায়ী, মনোনয়নপ্রত্র বিতরণ চলবে আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টা পর্যন্ত। আর জমা দেওয়া যাবে আগামীকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা পর্যন্ত।
বুধবার দুপুর সাড়ে ১২টায় চাকসু ভবনের নির্বাচন কার্যালয়ে চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু), হল সংসদ ও হোস্টেল সংসদের মনোনয়নফর্ম বিতরণ ও জমাদানের সময়সীমা বাড়ানোর জন্য নির্বাচন কমিশনকে লিখিত আবেদন জমা দেয় বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।
মনোনয়নপ্রত্র বিতরণ ও জমা দেওয়ার সময়সীমা বাড়ানো প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, ‘একটি সংগঠন ও কয়েকজন শিক্ষার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে আজ (বুধবার) সোয়া ১২টায় নির্বাচন কমিশনের জরুরি সভা হয়। সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়নপ্রত্র বিতরণের সময়সীমা আজ বিকেল ৫টা পর্যন্ত বাড়ানো হয়েছে। আর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় করা হয়েছে আগামীকাল (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা পর্যন্ত।’
চাকসু নির্বাচনের তফসিল অনুযায়ী, গত ১৪ সেপ্টেম্বর থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়ে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) শেষ হয়। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। ওই দিন ডোপটেস্টের সনদও জমা দিতে হবে। যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর।
প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২১ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২৫ সেপ্টেম্বর। আর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর।
You might also like

Comments are closed.