চাঁদাবাজির অভিযোগে তিনজনকে গ্রেপ্তারে থানায় হামলা, বৈষম্যবিরোধী ছাত্র দাবি

চাঁদাবাজির অভিযোগে তিনজনকে গ্রেপ্তারের পর রাজধানীর উত্তরা পশ্চিম থানায় হামলা করেছেন একদল ছাত্র। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ হামলার সময় এক পুলিশ সদস্যকে মারধর করা হয়েছে।

চাঁদাবাজির অভিযোগে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তারা বৈষম্যবিরোধী ছাত্র বলে নিজেদের পরিচয় দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে তবে পুলিশ এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান প্রথম আলোকে বলেন, কয়েকজনকে গ্রেপ্তারের খবরে কিছু লোক থানায় ইটপাটকেল নিক্ষেপ করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে উত্তরার গাউসুল আজম অ্যাভিনিউ থেকে চাঁদাবাজির অভিযোগে তিনজনকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ ছিল। আর অভিযানটি চালানো হয় উত্তরা পূর্ব ও পশ্চিম থানা-পুলিশের সমন্বয়ে। তাদের গ্রেপ্তার করার পর উত্তরা পূর্ব থানায় নেওয়া হয়। পরে কিছু লোক উত্তরা পূর্ব থানায় গিয়ে হট্টগোল করেন। পাশাপাশি উত্তরা পশ্চিম থানায় হামলা করা হয়।

যারা থানায় গিয়ে হামলা ও হট্টগোল করেন, তাদের শান্ত করতে পুলিশের উত্তরা অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করেছেন বলে সূত্র জানিয়েছে।

You might also like

Comments are closed.