চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন

নেত্রকোণার পূর্বধলায় বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৪০ মিনিটে পূর্বধলার জারিয়া বালুকাটা ব্রিজ সংলগ্ন এলাকায় চলন্ত ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে।

স্থানীয়রা তাৎক্ষণিকই আগুন নিয়ন্ত্রণে আনে, তবে আগুনে পুড়ে গেছে ইঞ্জিনের বেশ কিছু অংশ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পূর্বধলা ফায়ার সার্ভিসের সদস্যরা।

স্থানীয়রা জানান, পূর্বধলা থেকে ছেড়ে আসা বলকা কমিউনিটি ট্রেন জারিয়া স্টেশনে যাওয়ার পূর্বে হঠাৎ ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যায়। এ সময় চালক ট্রেনটিকে থামালে যাত্রীরা তাড়াহুড়া করে ট্রেন থেকে নেমে যান। এ ঘটনায় কারো আহত হওয়ার সংবাদ এখনো পাওয়া যায়নি।

পূর্বধলা স্টেশন মাস্টার আব্দুল মমিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়া ঝঞ্জালগামী ৫০নং ডাউন বলকা কমিউটার ট্রেন জারিয়া স্টেশনে যাওয়ার পূর্বেই বালুকাটা ব্রিজ এলাকায় ইঞ্জিনে আগুন ধরে বিকল হয়ে যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ইঞ্জিন বিকল হওয়ায় লাইনের ওপর দাঁড়িয়ে রয়েছে ট্রেনটি।

এ কারণে সাময়িকভাবে জারিয়া থেকে ময়মনসিংহগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ময়মনসিংহ থেকে বিকল্প আরেকটি ইঞ্জিন আসছে। পরবর্তীতে ট্রেনটিকে শ্যামগঞ্জ অথবা জারিয়া স্টেশনে নিয়ে বিকল্প ইঞ্জিনের মাধ্যমে নিয়ে যাওয়া হবে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.