চলন্ত গাড়ির সানরুফে পাথরের আঘাত, ঘটনাস্থলে নারীর মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের তামহিনি ঘাটে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৩ বছর বয়সী স্নেহাল গুজরাতি।পুনে থেকে মানগাঁও যাওয়ার পথে চলন্ত ভক্সওয়াগন ভারটাস মডেলের গাড়ির ওপর একটি বড় পাথর ওপর থেকে পড়ে সানরুফ ভেঙে সরাসরি তার মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। গাড়িতে তিনি যাত্রীর আসনে বসে ছিলেন। খবর এনডিটিভির।

এর আগে বুধবার ভোরে হাইওয়েতে মুম্বাই থেকে জলনা যাওয়ার পথে একটি বিলাসবহুল বাসে আগুন ধরে যায়। পরে চালকের দ্রুত পদক্ষেপে ১২ যাত্রীসহ সবাই নিরাপদে বের হতে সক্ষম হন।

১৮ অক্টোবর, মহারাষ্ট্রের নানদুরবার জেলায় একটি মিনিট্রাক ২০০ ফুট খাদে পড়ে ৮ জন নিহত ও ১৫ জন আহত হন। ট্রাকটিতে প্রায় ৪০ যাত্রী ছিল এবং সেটি একটি তীর্থস্থান থেকে ফিরছিলেন বলে জানা গেছে।

You might also like

Comments are closed.