চলছে মধুমিতার বিয়ের প্রস্তুতি

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার বিয়ে করতে চলেছেন। ছোটবেলার বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে আগামী ২৩ জানুয়ারি তাদের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। বারুইপুর রাজবাড়িতে আয়োজন করা হবে ঐতিহ্যবাহী সাজে বিয়ের আসর। বিয়ের পর ২৫ জানুয়ারি শোভাবাজার রাজবাড়িতে হবে রিসেপশন অনুষ্ঠান। বিনোদন জগতের বহু তারকার উপস্থিতির সম্ভাবনা রয়েছে সেখানে।

‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের ‘পাখি’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া মধুমিতা পরবর্তী সময়ে বড় পর্দায়ও সফলতা পেয়েছেন। তার অভিনীত ছবির মধ্যে রয়েছে পরিবর্তন, লাভ আজ কাল পরশু, চিনি, দিলখুশ, সূর্য এবং কুলের আচার।

এর আগে অভিনেতা-পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয়। একই বছর দেবমাল্যের সঙ্গে পরিচয় হয় তার। সফটওয়্যার ইঞ্জিনিয়ার দেবমাল্যর সঙ্গে সম্পর্কের কথা ২০২৪ সালে প্রকাশ্যে আনেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের নানা রোমান্টিক মুহূর্ত এরই মধ্যে নজর কাড়ে ভক্তদের। বর্তমানে বিয়ের প্রস্তুতি ও কাজের ব্যস্ততা সামলে জীবনের নতুন অধ্যায় শুরুর অপেক্ষায় মধুমিতা।

You might also like

Comments are closed.